ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন

গ্রাফিক্স ডিজাইনকে বলা হয় আর্ট অফ কমিউনিকেশন। একজন ডিজাইনার হতে চাইলে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল ডিজাইনারের লক্ষ্য এবং কাজ কি সেটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেয়া। সময়ের বিখ্যাত ডিজাইনার সিন হজ্‌ এর মতে-

সৌভাগ্যবশত, গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ডিজাইন স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। ইতিহাস, তত্ত্ব এবং এর ব্যবহারিক প্রয়োগই একজন ডিজাইনারের ভিত্তি গড়তে যথেষ্ট। -সিন হজ্‌

আর ঠিক এই কাজটিই আমরা করছি!

ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন

প্রয়োজনীয় টুলস, মেথড ব্যবহার করার পাশাপাশি গ্রাফিক্সের তত্ত্বগুলোর ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে শেখাচ্ছি এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে প্রফেশনাল ডিজাইনারদের সহযোগীতার নিশ্চয়তা দিচ্ছি আমরা। চলুন দেখে নিই কেন শিখবেন গ্রাফিক্স ডিজাইন,

  • সারাবিশ্বে যত কাজ আছে তার মাঝে ডিজাইনকে অন্যতম সেরা কাজ বলে বিবেচনা করা হয়। যেহেতু কাজের চাহিদা বেশি তাই কাজ পাবার সম্ভাবনাও থাকে অনেক বেশি।
  • ২০২০ সাল নাগাদ দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা দাড়াবে ৩ লাখ ১৬ হাজারেরও বেশী।
  • কর্পোরেট কোম্পানীগুলোতে গ্রাফিক্সের ব্যবহার দিন দিনই বাড়ছে, কাজের প্রবৃদ্ধি ১৯%। সে সাথে তাল দিয়ে বাড়ছে ডিজাইনারের চাহিদাও।
  • সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবার সময় এখনই, তাই গ্রাফিক্স ডিজাইনে নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছি আমরা। রিয়েল এক্সপার্টদের সাহায্যের প্রয়োজন হলে চলে আসুন ডেভসটিমের অঙ্গ প্রতিষ্ঠান ডেভসটিম ইনস্টিটিউটে। ডিজাইনার হবার স্বপ্নকে বাস্তবায়ন করতে একজন অভিজ্ঞ ডিজাইনারই পারেন আপনাকে আপনার কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যেতে।

 

কেন ডেভসটিম ইনস্টিটিউটেই শিখবেন?

প্রথমেই একটা কথা বলতে হয়, যারাই আমাদের কাছে প্রশিক্ষণ নিতে আসেন তাদের বেশীরভাগের-ই প্রশ্ন থাকে “আপনারা কি কি সফটওয়্যার শেখান?” আসলে একজন ডিজাইনারের আসল লক্ষ্য সফটওয়্যার শেখা নয়। ঠিক এখানেই অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা আলাদা। আমাদের উদ্দেশ্য ক্রিয়েটিভ ডিজাইন শেখানো, ডেস্কটপ পাবলিশিং না।

যারা ক্রিয়েটিভ ফিল্ডে একেবারেই নতুন বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তাদেরকে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানার্জনে সহায়তা করাই ডেভসটিম ইন্সটিটিউটের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং নিজেদের দক্ষতা আরও বিস্তৃত করতে চান, তাদের জন্য আছে আপ-টু-ডেট স্কিলসেট ও টেকনিক প্রশিক্ষণ। তাছাড়া গ্লোবাল ডিজাইন ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো উন্নয়ন করছি।

আমরা ছাত্র/ছাত্রী-র সংখ্যার ওপর খুব বেশী গুরুত্ব দেই না, প্রত্যেকটি স্টুডেন্টের উপর সমান গুরুত্ব দেই। এতে করে তারা নিজ নিজ দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে। দুর্বল শিক্ষার্থীদের সাহায্য করার জন্য প্রত্যেকটি সেশনের পরে আমরা ৩০ মিনিট সময় ব্যয় করি।

চলুন একনজরে দেখে নিই ডেভসটিম ইনষ্টিটিউটের গ্রাফিক্স ডিজাইন কোর্স আউটলাইনটি:

কোর্স আউটলাইন

  • Intro to graphic design
  • Design principles, Typography, Color theory
  • Photoshop:
    • Navigating the workspace
    • Working with documents
    • Image mode and color selection
  • Photoshop
    • Selection and mask
    • Layer and blending modes
    • Retouching tools
    • Painting and retouching homework
  • Illustrator
    • Navigating the workspace
    • Drawing and transforming objects
    • Making and saving selection, managing shapes
    • Working with color
    • Creating and manipulating paths
    • Organizing your work with layer
    • Working with type
    • Outputting your work, a poster making homework
  • Visual communication, professional skills in software’s, look at some Illustration art/design. An advertising making homework
  • Logo design: Understanding Brand, Types of logo, Design principles, latest trends
  • Design a logo
    • Discuss logos with examples of those that have become legendary
    • Using your initials as graphic icons
    • Thumbnails and logo development using your own initials or name (Home work)
  • PRE PRESS: Designing and editing digital images and graphics for print, understanding the printing process
  • PRE PRESS: Pre press production, Business cards, letterheads, advertisements, brochures and posters making homework
  • E MEDIA: Understanding the new media, use of color, shapes, design principles and stylistic design elements for visual communication
  • E MEDIA: Designing for electronic devices, Infographic, icon, charts and bars, (infographic/PowerPoint homework)
  • Design project management
  • Portfolio design – successful presentation of creative work (make your own portfolio home work)
  • Follow up
  • Presentation of student’s portfolio, followed by certification ceremony.

ভর্তি এবং প্রশিক্ষণ ফি

পরবর্তী ব্যাচের ক্লাশ শুরু হবে ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে। ক্লাস হবে সপ্তাহে দুদিন, প্রতি বুধ এবং বৃহঃস্পতিবার বিকেল ৫.৩০ টা থেকে ৮ টা পর্যন্ত

প্রশিক্ষণ ফি: ১৫,০০০ টাকা।

যোগাযোগের ঠিকানা:

ডেভসটিম ইনস্টিটিউট
স্যুট # ১২১২, লেভেল # ১২, মাল্টিপ্লান সেন্টার,
নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা- ১২০৫
ফোনঃ ০২-৯৬৬২৬৪৪, ০১৯১৯-২৬৭ ৯১১, ০১৭১১-২৬৭ ৯১১