কিওয়ার্ড রিসার্চ উইথ তাহের

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে কিওয়ার্ড খুবই গুরুত্বপুর্ণ একটা বিষয়, উপযুক্ত কিওয়ার্ড নির্বাচন এবং ঐ কিওয়ার্ডে সার্চ ইঞ্জিন গুলোতে র‍্যাংক করা এসইও’তে গুরুত্বপূর্ন। কিওয়ার্ড নির্বাচন প্রসেসটা কিওয়ার্ড রিসার্চ নামে পরিচিত।

কিওয়ার্ড রিসার্চ প্রসেস এর উপর ভিত্তি করেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে ট্রাফিক আনার লক্ষ্য নির্ধারিত হয়। কনেন্ট ডেভেলপমেন্ট ও ওয়েবসাইটের গুরুত্বপূর্ন পেজগুলোর অপটিমাইজের মত করনীয় গুলো ঠিক করা হয় কিওয়ার্ড নির্বাচনের মধ্য দিয়েই। এটা যে শুধু মাত্র সার্চ ইঞ্জিনের জন্য তাই নয়, ইউজাররা সাইটের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ধরনের শব্দ গুলো ব্যবহার করে তা সঠিক ভাবে ওয়েবসাইটে উপস্থাপিত হচ্ছে কিনা সেটার ধারণাও দেয়!

অনেক এক্সপার্ট বলে থাকেন, সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যুদ্ধে আপনি আর্ধেক এগিয়ে থাকলেন। কিওয়ার্ড রিসার্সে ভুল হলে প্রতিটা পদে পদে ওয়েবসাইটকে মূল্য দিতে হয়, এটাও বিবেচ্য ব্যবসায়িক সফলতার মূলেই সঠিক কিওয়ার্ড নির্বাচন। ভুল কিওয়ার্ড নির্বাচন কিওয়ার্ড র‍্যাংর্কিংয়ে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়ায় এবং লাভ জনক কিওয়ার্ড বাছাই করতেও ব্যর্থ হয়।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, বাংলাদেশের অনেক এসইও প্রফেশনালরাই কিওয়ার্ড রিসার্চে দূর্বল হওয়ার কারনে সাইটের এসইও করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, যেসব সার্চ ইঞ্জিন অপটিমাইজাররা কিওয়ার্ড রিসার্চে দূর্বল এবং অনভিজ্ঞ তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে আমরা ডেভসটিম ইনস্টিটিউট আয়োজন করছি ১ মাসব্যাপী কিওয়ার্ড রিসার্চের বিশেষ প্রশিক্ষণ।
প্রশিক্ষণটিতে প্রশিক্ষক হিসেবে থাকছেন
=> ডেভসটিম এর কো-ফাউন্ডার তাহের চৌধুরী সুমন।
প্রশিক্ষণে যে বিষয় গুলো শিখানো হবেঃ

• কিওয়ার্ড কি, কেন ও প্রকারভেদ
• কিওয়ার্ড রিসার্চ কি? এসইও’তে কেন কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন?
• উদ্দেশ্যের ভিত্তিতে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ
• কিওয়ার্ড রিসার্চ প্রক্রিয়ার বিস্তারিত
• ওয়েব সাইটে কিওয়ার্ড ব্যবহারে প্রস্তুতি গ্রহণ
• কিছু বাস্তবধর্মী প্রোজেক্ট ও সমাধান
কাদের জন্য এ প্রশিক্ষণ?

# ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে যারা এসইও’র কাজ করছেন
# এসইও শিখছেন কিন্তু কিওয়ার্ড রিসার্সে দূর্বলতা আছে
# ব্লগিং করছেন কিন্তু সঠিক ভাবে কিওয়ার্ড রিসার্স করতে পারেন না
# অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, কিন্তু কিওয়ার্ড রিসার্স বুঝেন না
# যারা মেন্ট্ররের সহচার্য চান

যারা নিয়মিত ক্লাস এর বাইরেও বাসায় গিয়ে পড়াশুনা করতে পারবেন এবং পরিশ্রম করার মন-মানসিকতা রাখেন তাদের জন্য নিঃসন্দেহে এই প্রশিক্ষণটি হবে আদর্শ।
ভর্তি এবং প্রশিক্ষণ ফিঃ

আমাদের “SEO Keyword Research With Taher” ক্রাশ কোর্সটির ক্লাশ শুরু হবে ৭ সেপ্টেম্বর, ২০১৫ থেকে।

ক্লাশ হবে সপ্তাহে দুদিন। প্রতি রবি এবং সোমবার সকাল ১০.৩০ থেকে ১ টা পর্যন্ত।

প্রশিক্ষণ ফি: ৬,০০০ টাকা।

*** কোন প্রকার ছাড় প্রযোজ্য নহে।

আমাদের কম্পিউটার ল্যাব এবং সুবিধা:

কম্পিউটার ল্যাবে প্রতিজন শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার, লেকচারের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন ফাইলের মাধ্যমে দেখানো হবে। ক্লাসে বিষয় ভিত্তিক বিভিন্ন ভিডিও এবং পিডিএফ রিসোর্স সরবরাহ করা হবে। প্রাক্টিক্যাল কিছু প্রজেক্ট শলভ করা হবে। লাইফ টাইম সাপোর্ট দেওয়ার জন্য ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ করা হবে, শিক্ষার্থীরা যে কোন সমস্যা বা পরামর্শে এখান থেকে মেন্টরদের সহযোগিতা নিতে পারবেন।

আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন।
আসন বুক করতে এখনি হ্যালোতে যোগাযোগ করুন ০২-৯৬৬২৬৪৪, ০১৯১৯-২৬৭৯১১
আমাদের অফিসের ঠিকানা:

ডেভসটিম লিমিটেড
স্যুট# ১২১২, লেভেল#১২, মাল্টিপ্লান সেন্টার
৬৯-৭১ এলিফ্যান্ট রোড, ঢাকা – ১২০৫