অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

ইন্টারনেট মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”, তাই ইন্টারনেট মার্কেটিং ছড়িয়ে যাবার সাথে সাথে সময়ের আলোচিত পেশায় পরিণত হয়েছে এটি।

এটি শিখলে লাভ!

যেকোন ওয়েব সাইটকে টার্গেটেড ভিজিটর অথবা কাস্টমার এর কাছে পৌছে দিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রয়োজন। তাছাড়া আউটসোর্সিং করানোর জন্য হলেও এ বিষয়ে নুন্যতম জ্ঞান থাকা জরুরী। তাই ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এর পাশাপাশি দেশি বিদেশি কোম্পানিতে এসইও প্রফেশনালদের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। তাছাড়া এর উপর পূর্ণ ধারণা নিয়ে শুরু করতে পারেন ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান।

যারা এসইও শিখতে আগ্রহী অথবা যাদের এসইও বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ধারণা নেই তাদের জন্যে এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্যারিয়ার বিষয়ক তিন মাসব্যাপী কোর্সের আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট।

SEO free

কাদের জন্য এ প্রশিক্ষণ?

১. যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ইতিমধ্যে প্রাথমিক তথ্যাবলী জানেন।
২. এসইও নিয়ে কিছু প্রজেক্ট করেছেন কিন্তু ভালো জ্ঞানের অভাবে সুবিধা করতে পারছেন না।
৩. যারা এখনও তেমন কিছুই জানেন না কিন্তু জানার অদম্য আগ্রহ আছে।
৪. অনলাইনে ব্যবসা করতে চান কিংবা ফ্রিল্যান্সিং করতে চান।
৫. ব্লগিং করেন কিন্তু সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজে (সার্প) নিজের কিওয়ার্ডে তেমন সুবিধা করতে পারছেন না।
৬. যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান।
৭. যারা নিয়মিত ক্লাস এর বাইরেও বাসায় গিয়ে পড়াশুনা করতে পারবেন এবং পরিশ্রম করার মন-মানসিকতা রাখেন।

এসইও কোর্স কারিকুলাম:

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

কিওয়ার্ড রিসার্চ ও কম্পেটেটিভ এনালাইসিস

  • কিওয়ার্ড সাজেশন ও তালিকা তৈরি
  • উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড নিবার্চন
  • কম্পিটেটর আইডেন্টিফাই
  • কম্পিটেটর এনালাইসিস টেকনিক
  • কিওয়ার্ড ব্যবহারে প্রস্তুতি গ্রহণ
  • প্রজেক্ট

সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি

  • এসইও ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন
  • ওয়েব সাইটের কন্টেন্ট প্ল্যান
  • সার্চ ইঞ্জিন কম্পেটিবিলিটি
  • সাইটের লিংক স্ট্রাকচার ও নেভিগেশন
  • ওয়েব সাইট ইউজেবিলিটি

কন্টেন্ট তৈরি ও অপটিমাইজেশন

  • কিওয়ার্ড VS কন্টেন্ট টার্গেটিং
  • কন্টেন্ট ডেভেলপমেন্ট
  • কন্টেন্ট অপটিমাইজ
  • কন্টেন্ট ডুপ্লিকেসি
  • অনসাইট এবং অনপেজ অপটিমাইজেশন

টেকনিক্যাল এসইও

  • এসইও’তে ডোমেইন ও সার্ভার ইস্যু
  • ব্রোকেন লিংক ও রিডাইরেকশন
  • অন্যান্য সিএমএস সম্পর্কিত ট্রাবলশ্যুটিং

ওয়েব সাইট পপুলারিটি ও অথোরিটি বিল্ডিং

  • লিংক বিল্ডিং/আর্নিং স্ট্রেটেজি ডেভেলপ
  • ইনকামিং লিঙ্ক
  • সোশ্যাল সিগনাল
  • ব্রান্ড প্রমোট

ওয়েব সাইট পারফর্মেন্স এনালাইসিস ও রিপোর্টিং

  • গুগল ওয়েব মাস্টার
  • গুগল এনালিটিক্স
  • র‍্যাংক ও লিংক মনিটরিং
  • এসইও অডিট
  • স্পাম প্রতিরোধ

অ্যালগরিদম আপডেট ও করণীয়

  • বিভিন্ন অ্যালগরিদম সম্পর্কে জানা
  • ওয়েব সাইট যেভাবে সেভ করতে হবে
  • কেস স্ট্যাডি

কোথায় কিভাবে এসইও স্কিল সেল করা যাবে।

আমাদের কম্পিউটার ল্যাব এবং সুবিধা:

আমাদের কম্পিউটার ল্যাবে প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার, এখান থেকেই একজন শিক্ষার্থী প্র্যাকটিস শুরু করতে পারবেন। আর লেকচারের পাশাপাশি প্রেজেন্টেশন দিয়ে দেয়া হয় প্রতি ক্লাসে, এসাইনমেন্টও থাকছে প্রতি সপ্তাহে। আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে প্রতিদিন বিভিন্ন ভিডিও এবং পিডিএফ রিসোর্স সরবরাহ করা হয় যেখান থেকে একজন শিক্ষার্থী প্রয়োজনীয় বিষয়গুলোকে আরও ভালোভাবে আয়ত্ত্ব করতে পারেন।

ডেভসটিম ইনস্টিটিউটেই কেন শিখবেন?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে দুই শত’র ও বেশি ফ্যাক্টর রয়েছে। কিন্তু বেশীরভাগই মানুষই সেগুলো সঠিকভাবে জানেন না, তাই অসংখ্য কাজ থাকা সত্ত্বেও কাজগুলো কনফিডেন্টলি করতেও পারছেন না।  আমাদের এই প্রশিক্ষণটি প্রফেশনালদের স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে তাত্ত্বিক ও বাস্তবভিত্তিক প্রজেক্ট আকারে পরিচালনা করা হয়। ফলে নিজেকে একজন প্রফেশনাল হিসেবে গড়ে তোলার পথে একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন খুব সহজেই।

অ্যাডভান্স SEO

শেখাবেন যারা:

বাংলাদেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইন মার্কেটিং, ব্লগিং ও অ্যাফিলিয়েটের মাধ্যমে ৪/৫ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করছেন এমন ব্যক্তিরাই এ কোর্সটি পরিচালনা করবেন।

১. মাসুদুর রশীদ, অ্যাফিলিয়েট মার্কেটার এবং এসইও এক্সপার্ট

২. নাসির উদ্দিন শামীম, অ্যাফিলিয়েট মার্কেটার এবং এসইও এক্সপার্ট

৩. তাহের চৌধুরি সুমন, ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার এবং এসইও এক্সপার্ট

প্রশিক্ষণ ফি কত?

পরবর্তী ব্যাচের ক্লাশ শুরু হবে ১১ মার্চ, ২০১৬ থেকে। ক্লাশ হবে সপ্তাহে দুদিন-প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫.৩০ থেকে ৮ টা

৩ মাস ব্যাপী কোর্সের প্রশিক্ষণ ফি: ১৫,০০০ টাকা।

যোগাযোগের ঠিকানা:

ডেভসটিম ইনস্টিটিউট
স্যুট # ১২১২, লেভেল # ১২, মাল্টিপ্লান সেন্টার,
নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা- ১২০৫
ফোনঃ ০২-৯৬৬২৬৪৪, ০১৯১৯-২৬৭ ৯১১, ০১৭১১-২৬৭ ৯১১